●স্বামী : জানো আমার ক্ষমতা কত ?
স্ত্রী : একটু দেখাও তো।
স্বামী : ওই ট্রেনটা আসছে,
ওটাকে আমি থামিয়ে দিতে পারি।
স্ত্রী : দাও তো দেখি।
স্বামী লাল কাপড় উড়িয়ে ট্রেন
থামালেন। গার্ড ট্রেন
থেকে নেমে কারণ জানতে চাইলেন।
স্বামী : আমি স্ত্রীকে আমার
ক্ষমতা দেখাচ্ছিলাম।
এ কথা শুনে গার্ড তার
পেছনে সজোরে লাথি দিয়ে চলে গেলেন।
স্ত্রী : গার্ড তোমাকে লাথি দিল,
তুমি কিছু বললে না ?
স্বামী : আমার
ক্ষমতা আমি দেখিয়েছি,
.
.
.
.
.
.
.
.
সে তার ক্ষমতা দেখাবেনা...???
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন