মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫


বন্ধুর গার্লফ্রেন্ড ফোন দিয়ে কাদছে।
- ভাইয়া!! ও রাগ করে ফোন অফ করে দিসে।
-- মাঝে মাঝে ঝগড়া ঝাটি তো হবেই।
মন খারাপ করার কিছু নাই। তোমার বড়
আপু কেমন আছে??
- জানিনা। কিন্তু ও বলসে ও মরে যাবে।
একগাদা ট্যাবলেট কিনসে খাওয়ার
জন্যে।
চোখ বড় করে পাশের বেডের ফ্রেন্ডের
দিকে তাকালাম। মোবাইল
লাউডে আছে; দোস্তও শুনছে সব।
এই
কথা শুনে পকেট থেকে বিশটা সিভিট বের করে হাসলো।
আমিও কন্ঠে তেল ঢাললাম্
-- হুম। দেখলাম বিশটা ট্যাবলেট
কিনসে।
কিজন্যে কিনসে তা তো জানি না।
এখন বুঝলাম।
- ভাইয়া! আপনি ওকে ঠেকান! ও
মরে যাবে!!
-- আরে ও তোমার সাথে ঝগড়া করসে।
ওর মরে যাওয়াই উচিত!!!
মেয়ের কান্না বাড়লো।
- ভাইয়া ওকে থামান ভাইয়া। ও
মরে গেলে আমার কি হবে!??
প্রেমের গভীরতায় টাশকি খেলাম। বন্ধু আমার
আসমানে দিকে চাইয়া বুকের বাম পাশে হাত
রাইখা অভিনয় কইরা বুঝাইতেসে স্বর্গীয় প্রেম!!!
মনে মনে বন্ধুর প্রেমে ইর্ষান্বিত
হয়ে উঠলাম। ফোনে আগুন
আরো উশকে দিলাম।
-- আরে না না। ও মরবে না। টেনশন নিও না।
- ভাইয়া! আপনি বুঝতেসেন না। ওর
মোবাইলে লাস্ট কল আমার! লাস্ট মেসেজ আমার্।
ফেসবুকে লাস্ট মেসেজ
আমার্। হোয়াটস এ্যপে লাস্ট চ্যাট
হইসে আমার সাথে। এখন যদি ও
মরে যায় তাহলে আমি ফাইসা যাবো! সবাই
ভাববে আমিই
ওকে আত্নহত্যা করতে বাধ্য করসি।
তারপর কি হবে?? আমার ফাসি হবে!!
আমাকে ফাসি দিয়ে মেরে ফেলবে!!!!
ভাইয়া! প্লিজ আপনি ওরে আটকান। ও
মরে গেলে আমি ফাইসা যাবো ভাইয়া!
প্লিজ ওরে আটকান!!!
আমি মরতে চাইনা ভাইয়া!! আমার অনেক ভয়
লাগতেসে!!
ফ্রেন্ডের দিকে তাকালাম। ও
রাগে ক্ষোভে বিশটা সিভিট
একসাথেই মুখে দিসে। ও
মরে যাবে এইটা নিয়ে মেয়ের টেনশন নেই;
নিজে ফেসে যেতে পারে সেটা নিয়েই যত টেনশন!!
এটাই বোধহয় ডিজিটাল ভালবাসা !!!!

www.facebook.com/tangil.mt

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন